শুক্রবার, ২০ মে ২০২২, ০৪:৪৮ অপরাহ্ন
মংছিংপ্রু, লামা প্রতিনিধি:
শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ এ স্লোগানকে সামনে রেখে বান্দরবানে লামায় রুপসীপাড়া ইউনিয়নের ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান এবং দুস্থ জনগণের মাঝে প্রথম কিস্তি “২০১৮-১৯ টি আর কাবিটা প্রকল্প” এর অধীনে বিনামূল্যে ৩৪ টি সোলার প্যানেল ও ৫টি স্ট্রিট লাইট বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে সোলার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ এ স্লোগানকে সামনে রেখে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের আওতায় টি,আর, কাবিটা বরাদ্ধ থেকে অত্র ইউনিয়নে প্রথম কিস্তি ৩৪ টি সোলার প্যানেল ও বাজারে বিভিন্ন পয়েন্টের জন্য ৫ টি স্ট্রিট লাইট বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা বলেন, প্রধানমন্ত্রী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার যে উদ্যোগ নিয়েছেন, তা প্রতিফলন হতে দেখা যাচ্ছে । আর কোন গ্রাম অন্ধকারে থাকবে না। প্রতিটি গ্রাম বিদ্যুতের আলোয় জ্বলে উঠবে। তিনি আরো বলেন, পাহাড়ের যেখানে আগামী ১০ বছরেও বিদ্যুৎ পৌছাবেনা, সেসব দূর্গম এলাকাতে এই সোলার বিতরণ করা হয়ে থাকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি লামা উপজেলা নির্বাহী অফিসার বলেন, টিআর কাবিটা প্রকল্পের আওতায় দুর্গম এলাকায় যেখানে এখনো বিদ্যুতের ছোঁয়া লাগেনি ওই সকল এলাকার ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সম্প্রদায়ের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে আলো পৌঁছাতে কাজ করছে সরকার। এরই ধারাবাহিকতা হিসাবে সৌর বিদ্যুৎ সোলার সিস্টেম বিতরণ করা হচ্ছে।
এসময়, রুপসীপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শফিউ আলম, সদস্য আবুল হোসেন, শুধাংশো, মংহ্লাচিং মার্মা, আব্দুল মান্নান সহহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপিস্থত ছিলেন।
Leave a Reply