শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৯ পূর্বাহ্ন
রিমন পালিতঃ স্টাফ রিপোর্টারঃ
আজ ২৪ আগস্ট শনিবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৩০লক্ষ টাকা ব্যয়ে সদর উপজেলার কদুখোলা ভাগ্যকুল হাইস্কুলের দ্বিতল ভবনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো: ইয়াছির আরাফাত, সদর উপজেলার চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, দুর্গম এই পার্বত্য জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এখন আগের চেয়ে অনেক সুন্দর হয়ে উঠেছে , এমনকি প্রতিটি বিদ্যালয়ের লেখাপড়ার মান আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার এই সরকারের আমলেই শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড়ে প্রত্যেক ছেলে-মেয়েদেরকে যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় এবং শিক্ষা উন্নয়ন সর্বক্ষেত্রে ছড়িয়ে পরে, এমটাই মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
Leave a Reply