বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৭:৫৬ পূর্বাহ্ন
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে বৃহত্তর পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)র ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, শুক্রবার সকাল ১১টায় জেলা শহরের স্বনির্ভর এলাকার উপজাতীয় ঠিকাদার কল্যাণ সমিতির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পিসিপির খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি তপন চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ইউপিডিএফের সংগঠক,কেন্দ্রীয় গনতান্ত্রিক যুব ফোরামের সভাপতি ও সাবেক পিসিপির কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমা, কেন্দ্রীয় সহ-সভাপতি বিপুল চাকমা, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি বরুণ চাকমা ও হিল উইমেন্স খাগড়াছড়ি জেলঅ শাখার সদস্য এন্টি চাকমা প্রমূখ।
আলোচানায় সভায় ইউপিডিএফ সংগঠক,কেন্দ্রীয় গনতান্ত্রিক যুব ফোরামের সভাপতি ও সাবেক পিসিপির কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমা বলেন, পিসিপি বর্তমানে দুটি ধারা একটি আপোষহীন আরেকটি আপোষকামী । ইউপিডিএফ নেতৃত্বে পিসিপি আপোষহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এই আর্দশিক সংগ্রামের পতাকাকে সমুনন্নত রেখে আরো বেশী সুসংগঠিত হয়ে ছাত্র সমাজকে ন্যায্য আন্দোলন বেগবান করার আহ্বান করেন।
এসময় আরো বক্তারা বলেন, সংগঠনের সকল কর্মীর আর্দশিক ভাবে সংগঠনের জন্য কাজ করলেই সাংগঠনিক কার্যক্রম আরো অগ্রসর হবে। সে সাথে পাহাড়ের সব ধরনের বঞ্চনা,লাঞ্চনা, হামলা-মামলা,ষড়যন্ত্রকে ছাত্র সমাজকে নিয়ে প্রতিহত পাশাপাশি সকল কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করার আহবান জানানো হয়।
Leave a Reply