বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ০৭:২৬ অপরাহ্ন
মংছিংপ্রু, লামাঃ
ফোন করলে কর্মহীন ও হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের বাড়ি দরজায় কাঁচাবাজার সহ খাদ্য সামগ্রী পৌচ্ছে দিচ্ছেন লামা পৌর মেয়র মো. জহিরুল ইসলাম। বাজার করে দেয়া সহ প্রতিনিয়ত খোঁজখবর রাখছেন হোম কোয়ারেন্টাইনের থাকা পরিবার গুলোকে।
আজ সোমবার সকালে পৌর এলাকার কুরালিয়া ট্যাক পাড়া ও লামার মুখ সংলগ্ন পাড়ায় তিন নারায়নগঞ্জ ফেরত হোম কোয়ারেন্টেন থাকার পরিবার মাঝে তিনি এই খাদ্য সামগ্রী পৌচ্ছে দিয়েছেন। এছাড়া প্রতি সপ্তাহে ৩ দিন পৌর এলাকায় হোম কোয়ারেন্টেনে থাকার ৯ পরিবার মাঝে বাজারসহ খাদ্য সামগ্রী বিতরণ করে থাকেন। এছাড়া ডেলিভারী রোগী সহ অন্য কোন রোগী জরুড়ী চিকিৎসা’র জন্য পৌরসভার মেয়র গাড়ি দিয়ে হাসপাতালে রোগীকে নিরাপদে পৌচ্ছে দিয়ে চিকিৎসা গ্রহনের সাহায্য করে যাচ্ছেন। ওনার এই কার্যক্রমকে লামাবাসী স্বাধুবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, করোনা ভাইরাস প্রভাবে গত ২৫ মার্চ লামা উপজেলাকে লক ডাউন করা হয়েছে। এতে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়ে। প্রধান মন্ত্রী নির্দেশে বিভিন্ন ত্রাণ বিতরণ সহ ১০ টাকার ওএমএস চাউল বিক্রয় কার্যক্রম অব্যাহত রয়েছে। ভাইরাস সংক্রামন থেকে রক্ষা পেটে বিভিন্ন সেচ্ছাসেবী দল মাঠে সচেতনতামূলক কার্মসূচী অব্যাহত রয়েছে। তবে, এখনও অনেকেই ত্রাণ পাচ্ছে না বলে অভিযোগ করেছে।
Leave a Reply