রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০০ অপরাহ্ন
রিমন পালিত,স্টাফ রির্পোটারঃ
বান্দরবানে “বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী” বিতরন, শিক্ষা সামগ্রী ও মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১১ মে সকালে বান্দরবান ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট হলে অসমাপ্ত আত্নজীবনী বিতরন, শিক্ষা সমগ্রী ও মুক্তিযোদ্ধা সম্মাননার অনুষ্ঠানটি আয়োজন করেছে পাওয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম(এমডিপি)। সভাপতিত্ব করেন, ডেভেলপমেন্ট প্রোগ্রামের নির্বাহী পরিচালক স্বপন কুমার রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, অনান্যদের মধ্যে ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক মো: আসলাম হোসেন, ব্র্র্রিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন এন ডি ইউ(পিএসসি),পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ সহ আরো অনেকে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদেশ্যে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, শুধু পড়া লেখা করলে হবে না প্রকৃত জ্ঞানের অধিকারী হতে হবে সকল অজানাকে জানার জন্য নিজের মাঝে আকাঙ্খা তৈরী করতে হবে। জ্ঞান,মেধা ও বুদ্ধির বিকাশ ঘটাতে পারলে তবেই একজন বুদ্ধিমান নাগরিক হিসাবে দেশ গড়ার হাতিয়ার হয়ে কাজ করতে পারবে। আর সেজন্য শিক্ষার্থীদের মনোযোগের সাথে পড়া লেখা করে বাংলাদেশেকে উন্নতির শিখরে নিয়ে গিয়ে বিশ্বের বুকে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দেওয়ার আহব্বান জানানো হয়।
অনুষ্ঠানের শেষে শিক্ষর্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয় ।
Leave a Reply