বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৭:৩৪ পূর্বাহ্ন
অংগ্য মারমা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
প্রতি জেলার ন্যায় খাগড়াছড়িতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন করা হয়েছে। খাগড়াছড়ি সদর উপজেলা শিক্ষা অফিস আয়োজনে রবিবার সকালে উপজেলা মাঠ প্রাঙ্গণে তিনদিন ব্যাপি বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন করেন প্রধান অতিথি খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো: শানে আলম।
টুর্নামেন্ট শুরুতে আলোচনা সভায় খাগড়াছড়ি সদর উপজেলা নিবার্হী অফিসার শামসুন নাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিউসা মগ, সদর উপজেলা শিক্ষা অফিসার মো: সাজ্জাদ হোসেন, সহকারী শিক্ষা অফিসার এডিন চাকমা, সহকারী শিক্ষা অফিসার মো: মনজুর মোর্শেদ, একে পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মহলাল চাকামা, পেরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সুরভী তালুকদার, খাগড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আশা প্রিয় ত্রিপুরা, ঠাকুরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক অনক ত্রিপুরা, গাছবান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ক্যাটালিক চাকমা, বীচিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক থোয়াই অংপ্রু মারমাসহ সংশ্লিষ্ট ক্ষুদের শিক্ষার্থী খেলোয়ারা উপস্থিত ছিলেন।
এতে স্বাগত বক্তব্যে রাখেন, খাগড়াছড়ি সদর উপজেলা শিক্ষা অফিসার মো: সাজ্জাদ হোসেন। তিনি বলেন বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টটি উপজেলার পর্যায় ছয়টি দলে বিভক্ত হয়ে ১৪ জুলাই শুরু হয়ে আগামী ১৬ জুলাই পর্যন্ত চলবে। এর আগে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীরা বিভিন্ন বিদ্যালয়ে প্রতিযোগীতা করে তারা ইউনিয়ন পর্যায় বিজয়ী হয়ে আজ উপজেলা পর্যায় খেলার অংশগ্রহন করছে। পরে বিজয়ী দল জেলা পর্যায় টুর্নামেন্ট অংশ গ্রহন করবে।
উদ্বোধনী টুর্নামেন্ট ফুটবল খেলায় টানটান উত্তেজনা মধ্যদিয়ে প্রানবন্ত বালিকা দল খেলোয়ারা পেরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১ গোলে হারিয়ে একে পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। পরে বীচিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল খেলার অংশগ্রহন করে ট্রাইবেকারে খাগড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। বিকালে গাছবান সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম ঠাকুরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথি খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো: শানে আলম বক্তব্যে বলেন, পাহাড়ের অনেক ক্ষুদের শিক্ষার্থীর ভালো খেলোয়ার রয়েছে। এই খেলোয়াদের খেলাধুুলা চর্চায় করতে পারলে তারা একদিন খাগড়াছড়ি পার্বত্য জেলার সুনাম পাাশাপাশি বাংলাদেশকে বিশ্ব দরকারে পরিচিত করবে।
Leave a Reply