আবদুর রশিদ,নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় নাইক্ষ্যংছড়িতেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
গত ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর উপজেলার ৫টি ইউনিয়ন খেলায় অংশ গ্রহণ করে। আজ বৃহস্পতিবার বেলা ৪ টায় নাইক্ষ্যংছড়ি ছালেহ আহাম্মদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নাইক্ষ্যংছড়ি চ্যাম্পিয়ন হয়েছে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যন আধ্যাপক মো: শফিউল্লাহ।
উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলাপরিষদ সদস্য ক্যনুওয়ান চাক থানা ওসি( তদন্ত) কানু চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃইমরান, থানার সেকেন্ড অফিসার জাফর আলম, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক শাহাদত হোসেন,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরী সহ আরো অনেকে।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ বনাম ঘুমধুম ইউনিয়ন পরিষদের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন ২-০ গোলের ব্যবধানে ঘুমধুম ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
Leave a Reply