শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০২:১৯ অপরাহ্ন
মংছিংপ্রু, লামা প্রতিনিধিঃ
বর্তমান সরকারের আমলে পার্বত্য এলাকার ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে, ভিজিডি, ভিজিএফ, একটি বাড়ি-একটি খামার প্রকল্প, সড়ক উন্নয়ন, মসজিদ, মন্দির, কেয়াং, গির্জা নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজ সফলভাবে সম্পাদন করছে বর্তমান সরকার।
আজ শনিবার (৪ মে) দুপুরে লামা পৌরস্থল শিলেরতুয়া-রুপসীপাড়া সড়কের এলজিইডি কর্তৃক নতুন নির্মিত ১১ কোটি ৩৬ লক্ষ ৫৪ হাজার ৩৬৪ টাকার ব্যয়ের ১৮৪ মিটার গার্ডার ব্রীজ ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় তিনি আরো বলেন, প্রতিটি মসজিদ, মন্দির, কেয়াং, র্গীজাসহ নানা মূখি উন্নয়ন সাধিত হচ্ছে। প্রত্যেক গ্রামে গ্রামে বিদ্যুৎ সরবরাহ সহ যেখানে বিদ্যুৎ পৌছানো সম্ভন নয়, সেখানে সোলার প্যানেল আওতায় আনা, কমিউনিটি সেন্টার গুলোর নির্মাণ ও নতুন রাস্তা তৈরী, পুরনো রাস্তাঘাট সংস্কার ও মেরামতের কাজে বিপুল অর্থ ব্যয় করছে উন্নয়নে নিয়োজিত সরকারি উন্নয়ন প্রতিষ্ঠান গুলো। সরকার শিক্ষা, স্বাস্থ্য, সমুদ্র জয়, আকাশ জয় সহ সর্বক্ষেত্রে উন্নয়ন করে যাচ্ছে। এতে এই উন্নয়ন ও উন্নয়নের গুণগতমান ধরে রাখার আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে।
শনিবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত শিলেরতুয়া-রুপসীপাড়া সড়কের গার্ডার ব্রীজ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বান্দরবানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল কালাম, সহকারী পুলিশ সুপার এস এম মোবার্শেক হোসেন, বান্দরবান জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, বান্দরবান এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. আবু তালেব, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত প্রমুখ।
Leave a Reply