শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০৩:৩০ অপরাহ্ন
স্টাফ রির্পোটার,
বান্দরবান থানছি উপজেলা বলিপাড়া,আইলমারা পাড়া বৌদ্ধ বিহারে শুভ উদ্ধোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বৌদ্ধ বিহার ও ছাত্রবাস ভবন নির্মাণে ৬৫লাখ টাকা প্রকল্প বাস্তবায়ন করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান পার্বত্য জেলা।
আজ শুক্রবার ২০ এপ্রিল সকাল ১০ ঘটিকার সময় বান্দরবান থানছি উপজেলা বুলিপাড়া আইলমাড়া পাড়া বৌদ্ধ বিহার শুভ উদ্ধোধন করেন বীর বাহাদুর উশৈসিং এমপি। উদ্ধোভনকালে উপস্থিত ছিলেন লে: কর্নেল হাবিবুর হাসান, বান্দরবান জেলা পুলিশ সুপার মো: জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক শফিউলইসলাম,থানছি উপজেলা চেয়ারম্যান ক্য হ্লাচিং মারমা, বান্দরবান জেলা পরিষদে সদস্য থোয়াই হ্লা মং মারমা, থানচি উপজেলা নির্বাহী অফিসার মো: জাহাঙ্গীর আলাম এবং এলাকা ব্যক্তিবর্গ।
উদ্ধোধনকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, ধর্মীয় চিন্তা চেতনা দিয়ে শক্রর মনকে জয় করা সম্ভব। গৌতম বুদ্ধ শক্রদের জয় করেছে মৈত্রী ও ধৈর্য্য দিয়ে। বর্তমান যুগ কলমের যুগ অস্ত্রের যুগ নয়। পাহাড়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। থানচি উপজেলায় কলেজ চালু করা হয়েছে, বিদ্যুৎ পৌছে দিয়েছি। যে এলাকা বিদ্যুৎ পৌছা সম্ভব নয় সে সব এলাকাতে সৌর বিদ্যুৎ সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। পার্বত্য এলাকায় উন্নয়ন করতে যা যা প্রয়োজন বর্তমান সরকার তা করে যাবে।
শেষে থানচি বলিপাড়া আইলমারা করুণা শিশু সদন ছাত্রাবাস কল্যাণের জন্য ১লাখ টাকা এবং ১ মেট্রিক টক চাল অনুদান ঘোষনা করেন বীর বাহাদুর উশৈসিং এমপি।
Leave a Reply