মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ১১:০৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত সে রুমা উপজেলার তংমক পাড়ার ক্যমং মারমার মেয়ে। রুমা সাংগু সরকারি কলেজের প্রথম বর্ষের মেধাবী ছাত্রী।
হ্লামেনু পিতা ক্যমং মারমা বান্দরবান প্রতিদিনকে জানান, সাত মাস আগে অসুস্থ দেখা দিলে তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররের পরামর্শে তার ব্রেস্ট থেকে একটি মাংস পিন্ড নিয়ে পরীক্ষা করার পর ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে। এখনো সুচিকিৎসা করালে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ডাক্তার জানিয়েছে। এতে প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়েছে। মেয়েকে বাঁচাতে হলে প্রায় ১ লাখ টাকা প্রয়োজন। জুম চাষ করে সংসার চলে। আমার পক্ষে মেয়েকে উন্নত চিকিৎসা করার সামর্থ্য আর নেয়।
বান্দরবান সদর হাসপাতালে আরএমও ডাক্তার জসিম জানান, হ্লামেনু ব্রেস্ট ক্যান্সার হলেও প্রথম পর্যায়ে আছে। আরো কিছু পরীক্ষা বাকী রয়েছে। এগুলো পরীক্ষা করা না হলে সঠিকভাবে চিকিৎসা দেয়া সম্ভব নয়। তাকে উন্নত চিকিৎসা করার জন্য চট্টগ্রামে যেতে হবে। সরকারি হাসপাতালে চিকিৎসা করালে ৫০-৬০ হাজার টাকার মধ্যে হবে। পরীক্ষার জন্য যে জায়গা থেকে মাংস পিন্ড নেয়া হয়েছে সেই জায়গা এখনো শুকায়নি তবে স্থিতি রয়েছে।
হ্লানুমে মারমা সাহায্য পাঠানোর ঠিকানা- বিকাশ নম্বার: ০১৮৪৬-৪২১৯০৯, রকেট নম্বর: ০১৫৫৭৩১১২৭৯-২।
Leave a Reply