মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ১০:৫৬ পূর্বাহ্ন
জসাইউ মারমাঃ
তথাগত গৌতম বুদ্ধ তাঁর পাঁচশ জন অরহৎ ভিক্ষু শিষ্যদেরকে নিয়ে লোকালয়ে পিন্ড চারণের জন্য বের হতেন। এই দিনটিকে স্মরণ করে বান্দরবানে পিন্ড চারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে দীর্ঘদিন ধরে।
আজ ২৩শে নভেম্বর সকাল সাড়ে ৮ ঘটিকার সময় বান্দরবান রাজগুরু বৌদ্ধ বিহার (ক্যং) থেকে পিন্ড চারণ যাত্রা শুরু করে শহরের প্রধান সড়ক জাদি পাড়া,উজানী পাড়া, মধ্যম পাড়া, বাজার এলাকা ও কেএস প্রু মার্কেট হয়ে পুনরায় রাজগুরু বৌদ্ধ বিহারে (ক্যং) এসে শেষ হয়। এসময় হাজারো পুণ্যার্থীদের সমাগম হয়ে পিন্ড দানে অংশ গ্রহন করেন।
বান্দরবানে ঐতিহ্যগত একটি বহু বছরের পুরোনো অনুষ্ঠান। বাংলাদেশে শুধু একমাত্র বান্দরবান শহরে এই পিন্ডচারণ অনুষ্ঠান হয়ে থাকে, তাই দুর-দুরান্ত থেকে দায়ক দায়িকাবৃন্দ এই সময় উপস্থিত থেকে পুণ্য সঞ্চয় করেন। এসময় সড়কগুলো সাজানো হয়েছে বিভিন্ন রং বেরং এর পেন্ডেল। এলাকা, গলি বা মহল্লা, সমিতির সবাই একত্রিত হয়ে নিজেদের প্যান্ডেল সুন্দর করে সাজিয়ে ফুটিয়ে তুলে। প্যান্ডেলে ছোট,বড় সকল বয়সের দায়ক- দায়িকারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পিন্ড দান করেন।
প্রতি বছর এসময়ে পর্যটক ও ফটো সাংবাদিকরা অনুষ্ঠানটি উপভোগ করতে বান্দরবানে ছুটে আসেন এবং ফটো সাংবাদিকরা ফটো নিতে ব্যস্ত থাকেন। পর্যটন নগরীর আরো একটা সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে বলেও জানান দায়ক-দায়িকারা।
বিকালের দিকে রাজগুরু বৌদ্ধ বিহারে (ক্যং) এ ধর্মদেশনা, প্রদীপ প্রজ্জ্বলন এবং পানি ধেলে মৈত্রী আর্শীবাদ উৎসর্গের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন করা হবে।
Leave a Reply