বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১০:২৩ পূর্বাহ্ন
বান্দরবান প্রতিনিধি,
বান্দরবান পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যান ক্যশৈহ্লা বাংলাদেশ কারাতে ফেডারেশন এর সাঃ সাম্পাদক নির্বাচিত হওয়ায়, বান্দরবান গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
গতকাল ১৭ এপ্রিল রোজ মঙ্গলবার দুপুর ১১ ঘটিকার সময় বান্দরবান প্রেস ক্লাব এর সভা কক্ষে চেয়ারম্যান ক্যশৈহ্লাকে বান্দরবানে গণমাধ্যমকর্মীরা অভিনন্দন শুভেচ্ছা জানাই। এই সময় গণমাধ্যম কর্মীরা একে একে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় গণমাধ্যম কর্মীরা বলেন, আমরা গর্ভ করি বান্দরবান পার্বত্য জেলা থেকে বাংলাদেশ কারাতে ফেডারেশনে সাঃ সম্পাদক নির্বাচিত হওয়ায়। যে কোন কাজে কর্মে বান্দরবানে গণমাধ্যমকর্মীরা আপনার পাশে রয়েছে । আমরা চাই ভবিষ্যতে বান্দরবান থেকে আরো ভালো খেলোয়ার উঠে আসুক।
বাংলাদেশ কারাতে ফেডারেশন এর নবনির্বাচিত সাঃ সম্পাদক ক্যশৈহ্লা বলেন, এই অর্জন শুধু বান্দরবান পার্বত্য জেলা অর্জন নয়,এই অর্জন চট্টগ্রাম বিভাগের অর্জন। ১৯৭৬ সাল থেকে বান্দরবানে করাতে সাথে জরিয়ে পরি এবং ১৯৮২ সালে বাংলাদেশ কারাতে ফেডারেশন এর সাথে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ কারাতে ফেডারেশনে দুই বার প্যনেলে সদস্য হয়েছিলাম। ২০১৮ সালে এসে সাঃ সম্পাদক পদে নির্বাচিত হয়েছি। বাংলাদেশ সাব গেমস এর বেশি স্বর্ন পদক পেয়েছে বাংলদেশ। তার মধ্যে কারাতে ইভেন্টে বান্দরবানে খেলোয়াররা ৪টি স্বর্ণ পদক পেয়েছে। এমন দিনও গেছে বাড়িতে খাওয়ার চাউল নেই,তার পরও অন্যের কাছ থেকে টাকা ধার করে কারাতে খেলোয়াদেরকে ঢাকায় পাঠাতাম।
তিনি আরো বলেন, আমি স্পেশাল ধন্যবাদ জানায় চট্টগ্রাম সিটি মেয়র আজম নাসির উদ্দিনকে। আর যারা আমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে তাদেরকে কৃতজ্ঞ জানায়। বান্দরবানে উন্নতমানে একটি ক্রীড়া কমপ্লেক্স তৈরী করার পরিকল্পনা রয়েছে, অতিশ্রীঘ্রই এটি বাস্তবায়ন করা হবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে।
Leave a Reply