শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০৩:৩০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
“শেখ হাসিনার নির্দেশ জলবায়ু বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ পরিচ্ছন্ন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্ভাবিত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।
বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) এর উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বান্দরাবান জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে। কর্মশালায় বন গবেষণা ইনস্টিটিউট এর বিভিন্ন উদ্ভাবিত প্রযুক্তি বিষয়গুলোকে প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়।
আজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় বান্দরবা জেলা প্রশাসক সন্মেলন কক্ষে উদ্ভাবিত পযুক্তি বিষয় নিয়ে কর্মশালা অুনষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: আসলাম হোসেন, সভাপতিত্ব করেন, বাংলাদেশ বন গবেষণ ইনস্টিটিউট বিভাগী কর্মকর্তা ড.ডেইজী বিশ^াস, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার। আয়োজন করেছে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট,চট্টগ্রাম।
কর্মশালায় বক্তার বলেন, একটি দেশের প্রাণের ক্ষেত্র হচ্ছে প্রাকৃতিক বন। প্রাকৃতিক বন গাছ,পালা মানুষের সঙ্গে আত্মার সর্ম্পক রয়েছে। তাই বনকে টিকিয়ে রাখতে হলে, যারা বনের সাথে সর্ম্পক রয়েছে তাদেরকে সচেতন হতে হবে।
কর্মশালায় প্রধান অতিথি বান্দরবান জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন বলেন, একটি দেশে ২৫ ভাগ বনভুমি থাকা দরকার । সে ক্ষেত্রে বাংলাদেশে বনভুমি খুবই কম, যা ভবিষ্যতের আমাদের জন্য মঙ্গলজনক নয়। আমরা যত বৃক্ষ রোপন করবো তত বেশি সুন্দর সবুজ পরিবেশ উপহার পাবো।
কর্মশালায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট,চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা ড. ডেইজী বিশ^াস বলেন, আমাদের বন বিভাগ ২৯টি জেলায় এই কর্মশালা আয়োজন করেছি। জনগণের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষে আমাদের কর্মশালা। বন সম্পদ একটি প্রাকৃতিক সম্পদ, বাংলাদেশর মানুষ প্রকৃতির সাথে বেচেঁ থাকে।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন,বন গবেষণা ইনস্টিটিউট এর সিনিয়র রিসার্চ অফিসার, মোহাম্মদ আনিসুল রাহমান ও মো: রওশন আলী, বান্দরবান বন বিভাগের কর্মকর্তাগণ, বান্দরবান কাঠ ব্যবসায়ী সমিতি,কৃষি সম্প্রসারণ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মীবৃন্দ উপষ্ঠিত ছিলেন।
Leave a Reply