শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০৩:০১ অপরাহ্ন
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী রাণী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী তাহসীনা তাসনিম জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২’র রচনা প্রতিযোগিতাটায় “খ” বিভাগে প্রথম স্থান অর্জন করেছে।
প্রতিযোগী তাহনিম মানিকছড়ি সদরে হাজীপাড়া এলাকার বাংলাদেশ সেনাবাহিনী সদস্য মো. আবু হানিফ ও সাহিদা আক্তার’র প্রথম কন্যা সন্তান।
গত ৩০মে বিভাগীয় পর্যায়ে সকাল ৯টায় চট্টগ্রামস্থ কাজেম আলী স্কুল এন্ড কলেজে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেয়।
তাহসীনা তাসনিম জানান, এ প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করাটা আমার জীবনের এ পর্যন্ত সবচেয়ে বড় পাওয়ার। এ জন্য আমাকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের উপর পড়াশুনো করতে হয়েছে। পরীক্ষার রুমে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান‘ বিষয়টি পেয়ে বেশ ভালোই লেগেছিল, যেহেতু বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে আমি খুব বেশি পড়াশুনা করেছি। তাহসীনা জাতীয় পর্যায়ে অংশ নিয়ে দেশ সেরা হওয়ার আশাবাধ ব্যক্ত করে সকলে নিকট দোয়া কামনা করেছেন।
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অজিত কুমার নাথ বলেন, তাহসীনা আসনিম এ বাংলা রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করাটা খুশি ব্যাপার। মানিকছড়ি উপজেলা বিদ্যালয় সুনাম পাশিপাশি খাগড়াছড়ি পার্বত্য জেলা সুনাম অর্জন করেছেন।
উপজেলার ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষক স্বল্পতার মধ্যেও শিক্ষার্থীদের পড়াশুনোর মান বজায় রাখতে পরিশ্রম করে যাচ্ছেন শিক্ষকরা। বিভাগীয় সেরা তাহসীনা তাসনিম জাতীয় পর্যায়ে অংশ নিয়ে সেরা হয়ে নিজের এবং বিদ্যালয়ের সুনাম বয়ে আনবে ।
Leave a Reply