শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১১:০৯ অপরাহ্ন
আবদুর রশিদঃ
বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র দাশ ও ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ৩১শে জানুয়ারী সকাল ১০টার সময় বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবু হরিকান্ত দাশ।
সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল লতিফের পরিচালনায় পবিত্র কোরআন তেলোয়াত ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এ.কে.এম. হাবিবুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর, অবসর প্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র দাশ, বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ কামাল হোছাইন, নারিচবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংলায়ে মার্মাসহ প্রমুখ।
অনুষ্ঠানে বিদায় ছাত্র,ছাত্রীরা ও অধ্যয়নরত ছাত্র,ছাত্রীরা মানপত্র পাঠ এবং বক্তব্য রাখেন। এছাড়া অবসর প্রাপ্ত প্রধান শিক্ষককের সম্মামনা স্বরুপ বিদ্যালয় ও ছাত্র,ছাত্রীদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
Leave a Reply