আবদুর রশিদ,নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা বাইশারীতে বাংলাদেশ আওয়ামীলীগ অংগ ও সহযোগী সংগঠন জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ পালন করা হয়েছে।
সকাল ৮ টায় বাইশারী বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে আওয়ামীলীগ সভাপতি জাহাংগীর আলম বাহাদুরের নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ নিজ নিজ সংগঠনের পতাকা উত্তোলন করেন। জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করেন এবং স্বাধীনতা যুদ্বে শাহাদাৎ বরনকারী বীর শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন সহ সকল শহীদদের আত্বার মাগফেরাত কামনা করা হয়।
আওয়ামীলীগ সভাপতি জাহাংগীর আলম বাহাদুর বলেন, সারা বিশ্বব্যাপী করোনাভাইরাস এর কারনে আনুষ্ঠানিকভাবে বড় ধরনের কোন অনুষ্ঠান হবেনা। তবে গনজমায়েত পরিহার করে কিছু সংখ্যক নেতাকর্মীদের নিয়ে সংক্ষিপ্ত ভাবে অনুষ্ঠান সম্পন করা হয়েছে।
এছাড়া বাইশারীতে অবস্থিত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, বাজার, সরকারী প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন , আধা সরকারী ও রাবারবাগান অফিস গুলুতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে ।
Leave a Reply