বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১০:০৬ পূর্বাহ্ন
নাইক্ষ্যংছড়ি বান্দরবান:
পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বান্দরবান জেলা পরিষদের উদ্যোগে এতিম ও অসহায় মানুষের মাঝে শীত বস্র কম্বল বিতরণ করা হয়েছে।
২০ ফেব্রুয়ারী সোমবার সকাল সাড়ে ১০ টায় বাইশারী মডেল নূরানী এবতেদায়ী মাদ্রাসার হলরুমে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক আবদুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বান্দরবান জেলা পরিষদের সদস্য ক্যানে ওয়ান চাক এই শীত বস্র কম্বল বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক আবদুল হামিদ,বাইশারী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি একরামুল হক রাজু প্রমূখ।
প্রধান অতিথি ক্যানে ওয়ান চাক বলেন, এলাকা ও মানুষের উন্নয়ন মানবতা, শিক্ষাসহ মৌলিক অধিকার প্রতিষ্ঠার সর্বগুণের সংশ্লেষে একটি নাম বীর বাহাদুর উশৈসিং। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আসন্ন জাতীয় নির্বাচনে আবারো মানুষের প্রিয় নেতা বীর বাহাদুরকে বিপুল ভোটে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply