রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৯ অপরাহ্ন
আব্দুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বান্দরবান ৩০০নং আসনের ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী সাচিংপ্রু জেরী বিশাল জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন তিন তিন বারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে বর্তমান সরকার জেলখানায় বন্ধি করে রেখেছে। মানুষের কথা বলার বাক স্বাধীনতাকে হরণ করেছে। বিগত পাঁচটি বছর বিএনপির অনেক নেতাকর্মীকে খুন,গুমসহ বিনা কারণে মামলা দিয়ে গ্রেপ্তার করেছে। তাই আগামী ৩০ডিসেম্বর ধানের শীষের প্রতীকে একটি করে ভোট দিতে হবে বলে জনসাধারণদের প্রতি জোর দাবী জানান।
তিনি আরো বলেন, হামলা মামলাকে উপেক্ষা করে আগামী ৩০ডিসেম্বর ভোট কেন্দ্রের গিয়ে ভোট দেওয়ার পাশাপাশি একটি দিনের জন্য ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। কারণ আপনার একটি মূল্যবান ভোট খালেদা জিয়ার মুক্তির একমাত্র পথ। পুলিশ, বি.জি.বি. ও সেনাবাহিনীর প্রশাসন বলেন, দেশের ১৮কোটি মানুষের পাহারাদার আপনারা। তাই সকল প্রশাসনকে নিরপেক্ষ দৃষ্টি রেখে নেতাকর্মীকে অন্যায় ভাবে হয়রানী না করার জন্য অনুরোধ জানান। শুক্রবার ২১ডিসেম্বর বিকাল ৪টার সময় বাইশারী বাজারস্থ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত জনসাধারণের মাঝে তিনি এসব কথা বলেন।
পবিত্র কোরআন তেলোয়াত ও ত্রিপিঠক পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক তালুকদার।
স্বেচ্ছাসেবক দল সভাপতি আব্দুর রশিদের পরিচালনায় জনসভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মোঃ মুজিবুর রশিদ, জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপি নেতা নুরুল আলম কোম্পানী, মনিরুল হক, মোঃ রফিক, প্রবীণ মুরব্বী মাষ্টার, সালেহ আহমদ, ছাত্রনেতা মোঃ তৌহিদ প্রমুখ।
ধানের শীষ মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী সাচিংপ্রু জেরী বাইশারীতে আগমনের নেতাকর্মী ধানের শীষের তোড়া ও ফুলের মালা নিয়ে মিছিল সহকারে তাকে স্বাগত জানান। সমাবেশ শেষে চাক হেডম্যান পাড়া চাক সম্প্রদায়ের সাথে পথসভায় যোগ দেন এবং চাক সম্প্রদায়ের শত শত নারী পুরুষ উপস্থিতে ধানের শীষে মার্কায় ভোট দেয়ার আহবান জানানো হয়।
Leave a Reply