রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৩ অপরাহ্ন
আব্দুর রশিদ; নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি(বান্দরবান):
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উপজেলার বাইশারীতে ক্রীড়া পরিদপ্তর প্রনীত বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১৮/১৯, জেলা ক্রীড়া অফিস, বান্দরবান পার্বত্য জেলা কর্তৃক আয়োজিত মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ২৫ফেব্রæয়ারী বিকাল ৩টার সময় বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজ হল রুমে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ক্রিকেট প্রশিক্ষনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবু হরিকান্ত দাশ, সহকারী শিক্ষক মোঃ কাউছার আলম, (বিএসসি গণিত) এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী।
তিনি বলেন, খেলাধুলা মানুষের মানষিকতা ও বিবেক কে প্রসারিত করে। বর্তমান সরকার প্রতিটি বিদ্যালয়ের খেলাধুলার জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা দেশ ও জাতিকে আরো এক ধাপ উন্নতির শিখরে পৌছায়। তাই তিনি খেলাধুলার বিকল্প নাই উল্লেখ করে বলেন, ভাল প্রশিক্ষণের মাধ্যমে একজন খেলোয়াড় দেশের সুনাম অক্ষুন্ন রাখতে সাহায্য করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা সমবায় অফিসার শ্রীজন কুমার বিশ্বাংগ্রী, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবদুল হামিদ, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আলম, সহকারী শিক্ষক উৎপল, ক্রীড়া শিক্ষক মমতাজ আহম্মেদ প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজের ৩০ জন নারী ও পুরুষ ক্রিকেট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শুভ উদ্বোধনী অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী, শিক্ষার্থীদের মাঝে নগদ পাঁচ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন।
Leave a Reply