বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ০৭:০৫ অপরাহ্ন
আব্দুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের দুর্গম জনপদ ১নং ওয়ার্ড কাগজি খোলা গ্রামে পৃথক অনুষ্ঠানে বিদ্যুতের খুটি স্থাপন, শীতবস্ত্র বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে পোষাক বিতরন করা হয়েছে।
শনিবার কাগজিখোলা আদর্শ দাখিল মাদ্রাসা মাঠ ও পুলিশ ফাঁড়ীর সামনের সড়কে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে খুটি স্থাপন উদ্বোধন ও শীতের কম্বল এবং শীক্ষার্থীদের মাঝে পোষাক বিতরণ করা হয়। ইউপি সদস্য আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী বলেন, পার্বত্য মন্ত্রী বাবু বীর বাহাদুর এমপি পক্ষ থেকে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। তিনি পার্বত্যমন্ত্রীর অবদানের কথা তুলে ধরে জনতার উদ্যেশ্যে আরো বলেন, বাইশারী ইউনিয়নের আনাচে কানাচে উন্নয়নের কাজ চলমান রয়েছে। বর্তমানে শত কোটি টাকার কাজ সমাপ্তির পথে। পাহাড়ে আলোর ঝিলিক পড়ছে।ঈদগড় থেকে কাগজিখোলা প্রায় আট কিলোমিটার সড়ক কার্পেটিং দারা উন্নয়ন, মজসিদ, মাদ্রাসা, বৌদ্ধ বিহার, গীর্জা সহ বিভিন্ন প্রতিষ্টানের কাজও চলমান রয়েছে। তিনি পার্বত্য মন্ত্রীর জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে শতাধিক অসহায়দের মাঝে শীতের কম্বল ও ৪টি পাড়া কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরন করা হয়।
Leave a Reply