মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ১১:৫৫ পূর্বাহ্ন
আব্দুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন আওয়ামী যুবলীগের আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতিকের বর্তমান সাংসদ পার্বত্য প্রতিমন্ত্রী বাবু বীর বাহাদুর এমপির সমর্থনে এক নির্বাচনী প্রস্ততি সভা অনুষ্টিত হয়েছে। রবিবার ১৪ই অক্টোবর বিকাল ৩টার সময় পুরাতন পরিষদ হলরুমে এই সভা অনুষ্টিত হয়েছে।
যুবলীগ সাধারন সম্পাদক নুরুল আলমের পরিচালনায় পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে সভাপতিত্ব করেন যুবলীগ সভাপতি মোঃ আবুল কালাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আলম কোম্পানি। তিনি উপস্থিত নেতা কর্মীদের মাঝে বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। বঙ্গবন্দু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নতির উচ্চতর শিখরে পৌছিয়েছেন। বর্তমান বাংলাদেশ বিশ্বের মাঝে উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। এসব কিছুর অবদান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার। তিনি আরো বলেন বান্দরবন ৩০০নং আসনের একক প্রার্থী পার্বত্য বীর উন্নয়নের রুপকার আধুনিক বান্দরবানের স্বপ্নদ্রষ্টা বাবু বীর বাহাদুর এমপি মহোদয় কে আগামী সাংসদ নির্বাচনে ৬ষ্ট বার বিজয়ের জন্য যুবলীগ সহ সকল নেতা কর্মী সমর্থকদের এখন থেকে দ্বিধা দন্ধ ভুলে গিয়ে এক মায়ের সন্তান হিসেবে কাজ করার আহবান জানান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ডাঃ আজগর আলী, আওয়ামীলীগ নেতা শাহাবউদ্দিন, জলিলুর রহমান, সেচ্চাসেবকলীগ সভাপতি বাবুল হোসেন, সাধারন সম্পাদক মোহাম্মদ উল্লাহ যুবলীগ সাংগঠনিক সম্পাদক এনকে রাশেদ, ক্রীড়া সম্পাদক একরামুল হক রাজু প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। বক্তারা সকলেই আগামী সংসদ নির্বাচনে বাবু বীর বাহাদুরের হাতকে শক্তিশালি করতে নৌকা মার্কার সমর্থনে একসাথে কাজ করার জন্য সকলকে আহবান জানান।
Leave a Reply