শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:৫৮ অপরাহ্ন
আব্দুর রশিদ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ২নং বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যন নির্বাচিত ও স্বর্ণপদক লাভ করায় বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
২৬ফেব্রুয়ারী মঙ্গলবার বিকাল ৪টার সময় কলেজ হল রুমে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সম্মাননা ক্রেস্ট চেয়ারম্যানের হাতে তুলে দেওয়া হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ হরিকান্ত দাশ, উপজেলা সমবায় অফিসার শ্রীজন কুমার বিশ্বাংগ্রী, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আলম, সহকারী শিক্ষক মমতাজ আহম্মেদ, মোঃ কাউছার আলম প্রমুখ।
Leave a Reply