রবিবার, ২৬ Jun ২০২২, ০১:১৪ পূর্বাহ্ন
আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে আগুনে পুড়ে গেছে ৩ দোকান। প্রায় ৬ লাখ টাকার পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শী বাজার পাহারাদার রতন ও গফুর জানান, সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে বাজারের নবী হোছনের দোকানের ভিতর আগুন দেখতে পেয়ে বিষয়টি কর্তব্যরত পুলিশকে জানালে সাথে সাথে মাইকে আগুনের ঘটনাটি প্রচার করা হলে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা মিলে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। তারপর ও আগুন মুহুর্তের মধ্যে ছড়িয়ে যাওয়ায় ৩ টি দোকান মালামাল সহ সম্পুর্ণ পুড়ে যায়। নবী হোছেনের মুদি দোকান, মোঃ ইউনুছ বান্টুর মুরগীর দোকান সাধন কর্মকারের কামারের দোকান ও পাশের খোলা বাজারের নাস্তার দোকানসহ পুড়ে ছাই হয়ে যায়।
বাইশারী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাংগীর আলম বাহাদুর বলেন, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনা স্থলে এসে ব্যবসায়ী ও স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। নবী হোছনের দোকানের বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আগুনের সুত্র পাত ঘটে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়। তবে পাহারাদারদের সতর্কতার কারনে দোকানে ঘুমন্ত অবস্থায় থাকা নবী হোছনের ভাই বেলাল হোছন প্রানে রক্ষা পায়।
এছাড়া খবর পেয়ে রামু থেকে ও চকরিয়া থেকে দমকলবাহিনীর সদস্যরা এসে আগুন নিভিয়ে দেয়। দমকলবাহিনীর ষ্টেশন কমান্ডার সাইফুল জানান আগুন সম্পুর্ন নিভানো শেষে তারা ঘটনাস্থল থেকে ত্যাগ করেন।
বাইশারী বাজারে কর্তব্যরত পুলিশের এএস আই জাকির হোসেন হোসেন জানান ৩ টি দোকানের মালামাল সহ পুড়ে গেছে। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে। বিষয়টি তিনি সাথে সাথে বেতারবার্তা যোগে উর্ধতন কতৃপক্ষকে অবহিত করছেন।
Leave a Reply