রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৫ অপরাহ্ন
আব্দুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী-নারিচবুনিয়া সড়কে মোটরসাইকেল ও অটোরিক্সার মুখামুখী সংঘর্ষে চালক সহ ২ আরোহী গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন, মোটরসাইকেল চালক, নারিচবুনিয়া গ্রামের বাসিন্দা মাওলানা হাবিবুর রহমানের পুত্র আবুহুবাইব (৩০), গর্জনিয়া ইউনিয়নের থোয়াঙ্গাকাটা গ্রামের বাসিন্দা কালা মিয়ার পুত্র সোনা মিয়া (২৮) একই গ্রামে বাসিন্দা মোঃ আয়ুবের পুত্র আব্দুচ্ছালাম (২২) আহতদের স্থানীয় বাইশারী বাজারে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি ঘটায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। এদের মধ্যে ১জনের অবস্থা আশংকা জনক।
ঘটনাটি ঘটেছে সড়কের গর্জন ছড়া ব্রিজ সংলগ্ন জাফর ম্যানাজারের বাড়ি পাশে।
প্রত্যক্ষদর্শী আহত মোটরসাইকেল চালক আবুহুবাইব জানান, ১০ ফেব্রুয়ারী রাত আনুমানিক ৮টার দিকে তিনি বাইশারী বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে সড়কের গর্জন ছড়া ব্রিজ সংলগ্ন জাফর ম্যানাজারের বাড়ির কাছাকাছি পৌছলে বিপরীত দিক থেকে আসা ২টি অটোরিক্সা একে অপরকে ওভার টেকিং করতে গিয়ে আনোয়ার নামের অটোরিক্সা চালক তার উপর গাড়িটি উঠাইয়া দিলে ঘটনাস্থলে গাড়িটি উল্টে গিয়ে গুরুতর আহত হয়। এসময় আশপাশের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে যায়। এতে অটোরিক্সা চালক কোন ধরনের আহত হয়নি।
Leave a Reply