শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫১ অপরাহ্ন
আব্দুর রশিদ,নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে পার্বত্য মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এম.পির সাথে সৌজন্যে সাক্ষাত ও ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান, স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও শিক্ষক বৃন্ধরা।
১২ই জানুয়ারী শনিবার দুপুর দেড়টার সময় স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল হাকিমের নেতৃত্বে শিক্ষক বৃন্ধদের নিয়ে পার্বত্য মন্ত্রীর বাস ভবনে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ্য হরিকান্ত দাশ, প্রভাষক এ.কে.এম শাহাজালাল সাঈফী, উজ্জল কান্তি নাথ, রিদুয়ানুল হক, হারিুনর রশিদ, কামাল উদ্দীন, সহকারী শিক্ষক মৌঃ আব্দুল লতিফ, মোঃ নুরুল আমিন, অংক্যহ্লা মার্মা, মমতাজ উদ্দীন প্রমুখ।
কলেজ সভাপতি নুরুল হাকিম জানান, ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে মন্ত্রী মহোদয়ের সাথে বাইশারী স্কুল এন্ড কলেজ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও কলেজের বিভিন্ন কার্যক্রম নিয়ে কথা বলেন এবং মন্ত্রী মহোদয় বিগত সময়ে বাইশারী স্কুল এন্ড কলেজকে বিভিন্ন অনুদান সহ ভবন নির্মাণ করে দেওয়ায় কলেজের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানান।
Leave a Reply