রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৩:৪২ অপরাহ্ন
রিমন পালিত,স্টাফ রিপোর্টারঃ
বান্দরবানে বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হয়েছে। আজ ২৮ মে মঙ্গলবার সকালে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগের আয়োজনে দিবসটি পালন করা হয়।
সিভিল সার্জন ডাক্তার অংসুই প্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, এই সময় অনুষ্ঠানের মধ্যে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাক্তার অংচালু সহ আরো অনেকে।
অনুষ্ঠানে অতিথিরা নিরাপদ মাতৃত্ব কালীন বিষয় সম্পর্কে আলোকপাত করেন। অতিথিরা আরো বলেন, দেশের বেশিরভাগ মহিলা মাতৃত্বকালীন সময়ে সঠিক পরিচর্যার কারণে মারা যায়। তাই বান্দরবানের মত পাহাড়ি অঞ্চল গুলোতে যাতে গর্ভকালীন সঠিক পরিচর্যার কারণে যাতে কোন মাকে আর মৃত্যুর সম্মুখীন হতে না হয় সেজন্য পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা এবং সদর হাসপাতালের সকল নার্সদের নানা রকম দিক নির্দেশনা প্রদান করা হয়।
তারা আরো বলেন, প্রতিটি মায়ের মাধ্যমে পৃথিবীতে যত ডাক্তার মন্ত্রী মিনিস্টার এবং সকল উর্দ্ধতন কর্মকর্তা হয়েছেন তারা এই মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন। তাই আর কোন মাতৃত্বকালীন সময় যাতে কোন মাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে না হয় সেজন্য সকলকে সতর্ক হওয়ার আহবান জানান।
Leave a Reply