শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪০ অপরাহ্ন
রিমন পালিত, স্টাফ রিপোর্টারঃ
বান্দরবানকে অশান্তি সৃষ্টি করছে পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসী বাহিনী। শান্তি বিনষ্ট করতে হত্যা কান্ড ও অপহরন চালাচ্ছে বলেন : আ’নেএীবৃন্দ ।
গতকাল বুধবার রাত ৯ টায় অপহরনকৃত নেতা চথোয়াই মং এর মুক্তির দাবিতে আজ ২৩ মে বৃহস্পতিবার জেলা আওয়ামীলীগ ও পৌর মেয়র ইসলাম বেবীর নেতৃতে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সংগঠেনরে নেএীবৃন্দ । পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চ থেকে একটি বিক্ষোপ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ করে ।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, জেলা আওয়ামীলীগের প্রধান উপদেষ্টা কাজল কান্তি দাশ ,জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান সহ আরো অনেকে ।
বক্তব্য আ’নেএীবৃন্দরা বলেন, শান্তি পূর্ন বান্দরবানকে অশান্ত করতে হত্যা কান্ড ও অপহরন চালাচ্ছে সস্ত্রশ অন্ত্রধারী সন্ত্রাসী বাহিনী জে এস এস ( শান্তি বাহিনী) । তারা বান্দরবানকে ধ্বংস করে সন্ত্রাসের রাজত্ব বানাতে চাচ্ছে তাই তারা এই কর্মকান্ড শুরু করেছে । আগামী ১২ ঘন্টার মধ্য যদি আওয়ামীলীগ নেতা চথোয়াই মং মারমা কে মুক্তি না দিলে কঠোর ভাবে মাঠে নামবে বলে হুশিয়ারি করেন আওয়ামী অংগ সংগঠনগুলো ।
Leave a Reply