রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪২ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরীর গাড়ির সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বাবা-মেয়ের। দুর্ঘটনায় আহত হয়েছেন মা এবং সিএনজি অটোরিকশা চালক।
রোববার (৩১ মার্চ) সকালে ১১ টায় চট্রগ্রমের রাঙ্গুনিয়ার শান্তিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শান্তিরহাট কোদালা ২ নম্বর ওয়ার্ডের নেছার আহমদের ছেলে আব্দুল আজিজ (৫০)এবং তার মেয়ে আফিফা (৩)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার সাংবাদকিদের বলেন, সড়ক দূর্ঘটনায় আহত সবাইকে (চমেক) হাসপাতালে আনা হয়।
এসময় চিকিৎসক আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন। একই সঙ্গে নিয়ে আসা তার মেয়েকে প্রথমে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যায়। গুরুতর আহত আবদুল আজিজের স্ত্রী তাহেরা বেগম ও সিএনজি অটোরিকশা চালক ইছাখালীর নির্মল দাশের ছেলে কাঞ্চন দাশ চিকিৎসাধীন রয়েছেন।
Leave a Reply