শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০৩:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
বান্দরবান পার্বত্য জেলায় অবৈধ পাথর উত্তোলন একটি মহামারী আকার ধারন করেছে। ধ্বংস হচ্ছে প্রাকৃতিক পরিবেশ ও জীব বৈচিত্র। বন-পাহাড়-প্রকৃতি বাচলে বাঁচবে এখানকার জনগোষ্ঠি এইসব বিষয়গুলোকে সামনে রেখে মানববন্ধন করেন বান্দরবানে শিক্ষার্থী ও সচেতন নাগরিক।
আজ ৩ জুলাই রোজ বুুধবার সকাল ১১ ঘটিকার সময় বান্দরবান প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, অংচমং মারমা, লেলুং খুমি ও স্কুল,কলেজে শিক্ষার্থীরা। আয়োজন করেছে সচেতন শিক্ষার্থী এবং নাগরিক সমাজ।
মানববন্ধনে বক্তারা বলেন, বন-পাহাড়-প্রকৃতির উপর নির্ভর পার্বত্য চট্টগ্রাম জনগোষ্ঠির জীবন। বলা যায় পরস্পরে অ-বিচ্ছিন্ন অংশ ও একে অপরের পরিপুরক। কোনো একটা বাদ দিয়ে ভাবা যায় না। এভাবে বান্দরবানে বিভিন্ন এলাকায় শত বছর ধরে গড়ে উঠেছে ছোট-বড় অসংখ্য পাথর। যে পাথর ধরে রেখেছে পাহাড়ে ঝিরি-ঝরনা ও ছড়ার পানি। এভাবে চলতে থাকলে একসময় ঝিরি-ঝরনা ও ছড়ার পানি শুকিয়ে তো যাবেই। ফলে একদিকে যেমন প্রাণ, প্রকৃতি ধ্বংস হবে, অপরদিকে পানির তীব্র সংকটে এখান জনগোষ্ঠি ভুগতে হবে সীমাহীন কষ্টে।
হাইকোর্ট পাথর উত্তোলন বন্ধের নির্দেশের পর ও চলছে পাথর উত্তোলন। থামানো যাচ্ছে কোনভাবে। তাই স্থানীয় প্রশাসনকে কঠোর হওয়ার আহবান জানান মানববন্ধনে অংশগ্রহন কারীরা।
Leave a Reply