শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
বান্দরবানে অর্থের বিনিময়ে পুলিশ কনস্টেবল পদে চাকুরি দেয়ার এমন অভিযোগে মারুফ (৩০) নামের এক যুবককে পুলিশ আটক করেছে। পুলিশের সদস্য পরিচয়দানকারী মারুফ বান্দরবানের লামা, রোয়াংছড়ি সহ বিভিন্ন এলাকায় বিভিন্ন জনের কাছ থেকে সাত লক্ষ টাকার বিনিময়ে পুলিশ কনস্টেবল পদে চাকুরি দেয়ার প্রলোভন দেখিয়ে আসছিলো।
বান্দরবান পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জানান, কনস্টেবল পদে অনিয়ম ও দূর্নীতি ঠেকানোর জন্য বান্দরবান পুলিশ কঠোর ভূমিকার অবস্থান নিয়েছে। এজন্য এ ধরনের অভিযোগের ভিত্তিতে সোমবার তাকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরো বলেন, পুলিশ নিয়োগের ক্ষেত্রে কোনো রকম অবৈধ লেনদেন বা তদবির গ্রহণযোগ্য হবেনা। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেয়া হবে।
উল্লেখ্য, বান্দরবানে পুরুষ ও মহিলা পুলিশ কনস্টেবল পদে মোট ৫০ জনকে নিয়োগের জন্য পুলিশ লাইন মাঠে পরীক্ষা নেয়া হচ্ছে।
Leave a Reply