শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
বান্দরবানে আওয়ামীলীগের ডাকে কাল অর্ধদিবস হরতাল পালিত হচ্ছে। অপহৃত আওয়ামী লীগ নেতা চ থোয়াই মং মারমাকে হত্যার প্রতিবাদে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সমন্বয়ে এ কর্মসূচি ঘোষণা করেছেন।
গত বুধবার রাত৮টা ৪০মিনিটে উজিমুখ পাড়ার খামারবাড়ি থেকে পৌরসভার সাবেক কাউন্সিলর এই নেতাকে সন্ত্রাসীরা অপহরণ করে। শনিবার দুপুর ১টা নাগাদ সদর উপজেলার কুহালং ইউনিয়নের জর্ডান পাড়ার কাছে শিলক খাল আগা ঝিড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা জানিয়েছেন, আওয়ামী লীগ নেতা চ থোয়াই মং মারমার হত্যার প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল আহ্বান করা হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ে বান্দারবানের আইনশৃঙ্খলা পরিস্থিতির ঘটনাগুলো অবহিত করা হয়েছে।
এদিকে, আওয়ামী লীগ নেতা চ থোয়াই মং মারমার লাশ উদ্ধারের পর আওয়ামী লীগ শিবিরে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবাদমুখর হয়ে পড়েছে সংগঠনের নেতাকর্মীরা। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় শহরের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সদর হাসপাতাল মর্গে ভিড় করছেন নিহতের স্বজন ও সংগঠনের নেতাকর্মীরা।
কে বা কারা এ ঘটনার সাথে জড়িত তা জানা না গেলেও আওয়ামী লীগ এ ঘটনার জন্য আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতিকে দায়ী করেছে। যদিও জনসংহতি সমিতির নেতৃবৃন্দ এ ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে।
Leave a Reply