বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৯:০৬ পূর্বাহ্ন
রিমন পালিত,ষ্টাফ রির্পোটারঃ
বান্দরবানে আনসার ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ নভেম্বর রবিবার সকালে বান্দরবান সদড় উপজেলার আনসার ভিডিপি কার্যালয় প্রাঙ্গনে বান্দরবান জেলা উপজেলায় কর্মরত সকল আনসার ভিডিপিদের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সদড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নোমান হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আনসার ভিডিপির জেলা কমান্ডার মো: জহুরুল ইসলাম। এই সময় অনুষ্ঠানে অনান্যের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সুয়ালক ২৮ আনসার ব্যাটেলিয়ামের অধিনায়ক এ এইচ এম সাইফুল্লাহ হাবিব ,বান্দরবান সদড় থানার অফিসার ইনচার্য মোহাম্মদ শহিদুল ইসলাম চেীধুরী সহ আরো অনেকে । অনুষ্ঠানের অতিথিরা দেশের সেবাই নিয়োজিত সকল আনসার ভিডিপির সদস্যদের নানা কর্মকান্ড সর্ম্পকে আলোকপাত করেন এবং দেশের সকল কর্মকান্ডে তাদের নিরলস পরিশ্রমের কর্মকান্ড তুলে ধরেন ।
অতিথিরা আরো বলেন, দেশ সেবায় যুদ্ধ নয় ভালবাসা দিয়ে সবার আগে নিজের দেশের সেবাই নিজেকে সমর্পন করতে হবে আর যারা দেশকে ভালবাসেন তারা সর্বদা দেশের সেবায় নিজের জীবন পযন্ত উৎর্সগ করেন ।
অতিথি গত বছর আনসার ভিডিপির সকল উন্নয়ন মুলক কর্মকান্ড তুলে ধরেন এবং তাদের আরো তৎপর করে বলেন সামনে অনুষ্ঠিত হবে নির্বাচন আর তাতে একটি সকল আইন শৃঙ্খলা বাহিনীর সাথে গুরুত্বপূর্ন একটি দায়িত্ব পালন করবে আনসার ভিডিপির সদস্যরা । তাই সুস্থ অবাদ নির্বাচনের লক্ষে তাদেরকে প্রস্থুত থাকার আহব্বান জানানো হয় ।
পরিশেষে গত বছর সকল ধরনের কর্মকান্ডে নিরলস ভাবে দক্ষতা ও দেশ সেবায় গুরুত্বপূর্ন ভূমিকা রেখে নিজের দায়িত্ব পালন করায় অনসার ভিডিপির ৪১ জন দলনেতা ও নেএীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয় । তার মধ্য বাই সাইকেল ৪ জনকে, টচ লইট ২৫ জনকে , সেলাই মেশিন ১ জনকে, ছাতা ১০ জনকে, দাবা ১ জনকে প্রদান করা হয়। সকলের নিরলস প্রচেষ্টা থাকলে সামনের প্রতিটি কাজে আনসার ভিডিপি দেশের উন্নয়নে আরো গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে বলে মনে করেন অতিথিরা ।
Leave a Reply