শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০২:৫৫ অপরাহ্ন
নিজস্ব সংবাদদাতাঃ
বান্দরবানের শীতার্ত দুস্থ অসহায়দের মাঝে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সোমবার বিকেলে শহরের বাস স্টেশন এলাকায় সংস্থাটির কার্যালয়ে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংস্থাটির জেলা কমান্ড্যান্ট মোঃ শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র গুলো দুস্থদের মাঝে তুলে দেন। এসময় সেখানে সুয়ালক ২৮ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক এ এইচ এম সাইফুল্লাহ হাবিব, বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক সহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বান্দরবান শহর ও আশেপাশের এলাকার দুস্থ অসহায় লোকজন শীতবস্ত্র নিতে আনসার-ভিডিপি কার্যালয়ে ভিড় করে।
এসময় কমান্ডেন্ট জানান, যে কোনো দুর্যোগ পরিস্থিতি ও এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় উন্নয়নে আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও একই ভাবে বাহিনীর সদস্যরা এ ধারা অব্যাহত রাখবে।
Leave a Reply