রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
বান্দরবানে প্রাশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে “সাক্ষরতা অর্জন করি দক্ষ হয়ে জীবন গড়ি,শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
এ দিবসটি উপলক্ষ্যে আজ শনিবার ৮ সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসকের চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক মিলনায়তনে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তার কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
আয়োজিত অনুষ্ঠানের বান্দরবান জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মফিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন, সিভিল সার্জন অংসুই প্রু মারমা সহ-সরকারী ও বেসরকারী উধর্তন কর্মকর্তারা।
Leave a Reply