রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৫ অপরাহ্ন
রিমন পালিত,ষ্টাফ রির্পোটার:
বান্দরবানে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে যৌনকর্মী ও খদ্দেরসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল ৫ ঘটিকার সময় মোবাইল র্কোট অভিযান পরিচালনা করলে, বান্দরবান ১ নাম্বার গলির কামাল বোডিং থেকে যৌনকর্মী ও খদ্দেরসহ ৫জনকে আাটক করে পুলিশ ।
আটককৃত যৌনকর্মী ও খদ্দের হল , ঢাকার শাহনাজ পারবিন (৩০) তাসলিমা (৩০) , খাগরাছড়ির জেলার লীমা (১৫) চকরিয়া থানার মো: বেলাল(৩০), ঢেমরা থানার মো:পারভেজ ভূইয়া (৩১), ঢাকার মো: সেলিম হোসেন (২৫) ।
মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুফিদুল আলম ও সহকারী কমিশনার অরুনকৃষ্ণ পালের নেতৃত্বে বিশেষ মোবাইল র্কোট পরিচালনায় যৌনকর্মদের আটক করা হয় ।
নাম প্রকাশে অনিচ্ছুক ১ নং গলির এলাকাবাসী ও ব্যাবসায়ীগন অভিযোগ করেন র্দীঘ বছর ধরে এই সব অসামাজিক কার্যক্রম চালিয়ে আসছে বান্দরবান শহরে অনেক হোটেল। আর তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার যুব সমাজ।
এলাকাবাসী ও ব্যাবসায়ীদের অভিযোগ দেহ ব্যাবসার অগোচরে প্রতিদিন হোটেলে ইয়াবা , ফেন্সিডিল,গাজা সহ বিভিন্ন মাদক দব্যের রম রমা ব্যাবসা চলে ।
স্থানীয় এলাকাবাসী ও ব্যাবসায়ীদের অভিযোগের গোপন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার বিকালে হোটেল থেকে আটক করা হয় এইসব যৌনকর্মীদের এবং দন্ডবিধি আইনের ২৯১ ধারায় গণ উপদ্রব বন্ধ করার নির্দেশ প্রদানের পর আইল লঙ্গল করায় বিধি মোতাবেক তাদের প্রত্যেকে ১ হাজার করে জরিমানা ও অনাদায়ে ৬ মাসের জেল প্রদান করা হয় ।
আটককৃতদের বিরুদ্ধে পৃথক মামলা প্রদান করা হয় এবং হোটেলে অবৈধ ব্যাবসার দায়ে কামাল বোডিং এ অর্নিদিষ্ট কালের জন্য সীলগালা ও তালা লাগনো হয় ।
Leave a Reply