শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
বান্দরবানে তৃণমূল পর্যায়ে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা পর্যায়ে আর্চারী খেলোয়ার বাছাই কার্যক্রমে অংশ নিয়েছে ক্ষুদে ক্রীড়াবিদ। বৃহস্পতি(১৯জুলাই) সকালে জেলা স্টেডিয়াম জিমনেশিয়াম হলে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০জন ছেলে ও ৩৫জন মেয়ে সহ মোট ৭৫ জন এ বাছাই কার্যক্রমে অংশ নেয়।
আয়োজকরা জানায়, ২০২০ সালের অলিম্পিক গেমসকে লক্ষ্য রেখে ৭দিনের প্রশিক্ষণ শেষে মোট প্রশিক্ষণার্থীদের থেকে ছেলে ১০জন, মেয়ে ১০জন চূড়ান্তভাবে বাছাই করে , ঢাকায় ৬০ দিনের নতুন প্রশিক্ষণের জন্য নিয়ে যাওয়া হবে। বাছাইকৃত এই দলটি আগামী অনূর্ধ ১৬ বয়সের খেলায় অংশগ্রহণ করবে।
তারা আরো জানান, ১৯জুলাই হতে ২৭ জুলাই পর্যন্ত প্রশিক্ষণ চলবে।
উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে আছেন ঢাকা থেকে মোঃ রফিক, মোঃ সিহাবুর রহমান ও বান্দরবান থেকে সহকারী প্রশিক্ষক হিসেবে বাবুল মারমা(বাবুসে) ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলী হোসেন, পৌর মেয়র ইসলাম বেবী ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply