সোমবার, ২০ মার্চ ২০২৩, ১০:০৬ অপরাহ্ন
উথোয়াইচিং মারমাঃ
বান্দরবানে পালিত হয়েছে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস -২০১৯। “তথ্য সবার অধিকার, থাকবে না কেউ পিছনে আর; তথ্য পাবে জনগণ, তথ্যে সবার উন্নয়ন ” এ প্রতিপাদ্য নিয়ে বৃটিশ কাউন্সিল এর অর্থায়নে , ক্যামলং পাড়া যুব সমবায় সমিতি লিমিটেড ও লিটল ষ্টার স্টার ক্লাব এর বাস্তবায়নে এবং বান্দরবান জেলা প্রশাসকের আযোজনে বিশ্বের অন্যান্য দেশের মতো বান্দরবানেও দিবসটি পালন করা হয়েছে।
এ উপলক্ষে ২৮সেপ্টেম্বর (শনিবার) সকাল সাড়ে ৯টায় বান্দরবান জেলা প্রশাসনের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের মাঠ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। শেষে জেলা প্রশাসকের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শফিউল আলম, এই সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক বদিঊল আলম, নেজারত ডেপুটি কালেক্টর রতন কুমার অধিকারী, ব্রিটিশ কাউন্সিল ডিস্ট্রিক ফ্যাসিলিটের মংশৈনু মারমা , ক্যামলং পাড়া যুব সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি সাশৈপ্রু , সাধারণ সম্পাদক উশৈনু, ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আরো অনেকে।
সভায় আর্ন্তজাতিক তথ্য অধিকার বিষয়ে বক্তব্য রাখেন ব্রিটিশ কাউন্সিল ডিস্ট্রিক ফ্যাসিলিটের মংশৈনু মারমা, নেজারত ডেপুটি কালেক্টর রতন কুমার অধিকারী, অতিরিক্ত জেলা প্রশাসক বদিঊল আলম।
পরিশেষে সভার প্রধান অতিথি জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত)মোহাম্মদ শফিউল আলম এর তথ্য অধিকারের গুরুত্বর্পূণ বিষয়গুলো নিয়ে আলোচনার মাধ্যমে সভা সমাপ্তি করেন।
Leave a Reply