শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০১:৩৭ অপরাহ্ন
নিজন্ব প্রতিবেদকঃ
বান্দরবানে আর্ন্তজাতিক পাবলিক সার্ভিস দিবস ২০১৮ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ হতে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন আয়োজিত উক্ত র্যালী ও আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বান্দরবান ৬৯ ব্রিগেড কমান্ডার যুবায়ের সালেহীন পিএসসি। এসময় পুলিশ সুপার মোঃ জাকির হোসেন মজুমদার, সিভিল সার্জন অংসুই প্রু , অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলমসহ বিভিন্ন অফিসের জেলা ও উপজেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply