রবিবার, ২৬ Jun ২০২২, ০১:২০ পূর্বাহ্ন
রিমন পালিত,স্টাফ রিপোর্টারঃ
বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামীলীগ। নির্বাচনের দিন রাঙামাটির বাঘাইছড়িতে ৭জনকে গুলি করে হত্যা ও বিলাই ছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুরেশ কুমার তঞ্চগ্যাকে হত্যার প্রতিবাদে এ প্রতিবাদ কর্মসুচীর আয়োজন করে বান্দরবান জেলা আওয়ামীলীগ।
আজ ২০ মার্চ বুধবার বিকালে জেলা আ.লীগের নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ,মহিলা লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, পাহাড়ের শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করছে সন্ত্রাসীরা একের পর এক হত্যা কান্ড ঘটিয়ে চলেছে। নির্বাচনের দিন ব্রাশফায়ার করে ৭ জন এবং গতকাল আ.লীগ নেতা সুরেশ কুমার তঞ্চগ্যাকে গুলি করে হত্যা করে তারা। তাই খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের দাবী জানান আ.লীগ নেতারা।
Leave a Reply