রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
বান্দরবান রোয়াংছড়ি উপজেলা তারাছা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মংমং থোয়াই মারমা (৫০) কে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ সোমবার ২২ জুলাই দুপুর ২ ঘটিকার সময় রোয়াংছড়ি-বান্দরবান সড়ক শামুকঝিড়ি এলাকায় হত্যা ঘটনাটি ঘটে।
শামুকঝিড়ি বাসিদের সূত্রে, দুপুরে দিকে হঠাৎ করে চার-পাঁচটা গুলির শব্দ শুনতে পেয়ে রাস্তায় আসলে মং মং থোয়াই মারমাকে গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় দেখতে পাই। তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এব্যাপারে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামকে মুঠো ফোনে পাওয়া যায়নি। তবে সদর থানা পুলিশ সূত্রে যানা গেছে ওই এলাকায় নেটওয়ার্ক না থাকায় মোবাইল সংযোগ পাওয়া যাচ্ছে না। হত্যার ঘটনা শুনে ওসি শহিদুল ইসলাম ঘটনাস্থলে রয়েছে এবং তদন্ত করছে। তদন্ত শেষের পর বিস্তারিত জানা যাবে।
Leave a Reply