শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৩ পূর্বাহ্ন
রিমন পালিত: স্টাফ রিপোর্টারঃ
বান্দরবানে ইসলামিয় সিনিয়র মাদরাসার বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে বান্দরবান ইসলামিয়া হল মিলনায়তন প্রাঙ্গনে ইসলামিয়া মাদরাসার আয়োজনে এই পুরষ্কার বিতরণীর আয়োজন করা হয়।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সহ-সভাপতি মোজাম্মেল হক বাহাদুরের সভাপতিত্বে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শামীম হোসেন। এই সময় অনুষ্ঠানে আরো অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, মো: ইসলাম কোম্পানী , ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ বদরুল হক সহ আরো অনেকে ।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, বাংলাদেশে শিক্ষাখাতে যেমন পরিবর্তন এসেছে তেমনি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাশা পাশি মাদরাসা শিক্ষায় ও এক বৈল্পবিক পরির্বতন সাধিত হয়েছে। বর্তমানে মাদরাসা শিক্ষার্থীরা পড়া শুনায় অনেক এগিয়েছে আগের চেয়ে। ধর্মীয় চেতনার পাশা পাশি তারা বিভিন্ন ক্ষেত্রে দেশের সুনাম অর্জন করেছে।
অতিথিরা আরো বলেন, মাদরাসা শিক্ষার্থীরা এখন আগের তুলনায় অনেক এগিয়ে আছে। তাদের মাধ্যমে ভাল কিছু অর্জন করা সম্ভব , একজন মাদরাসা শিক্ষার্থীরা আচার ব্যাবহার চলা ফেলা সব সময় অন্য মানুষ থেকে আলাদা হয়ে থাকে এটাও তাদের একটা বড় গুন ।
অনুষ্ঠানের শেষে ইসলামিয়া মাদরাসার বিভিন্ন ইভেন্টের বার্ষিক প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয় ।
Leave a Reply