রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০৯:৪৯ পূর্বাহ্ন
রিমন পালিতঃ স্টাফ রিপোর্টাঃ
বান্দরবানে ই টুলকিট ও ই লার্নিং বিষয়ক কোর্স অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ আগস্ট বুধবার বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী এই ই টুলকিট ও ই লার্নিং বিষয়ক কোর্স অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জেন্ট ডাক্তার অংসুই প্রু মারমার সভাপতিত্বে ই টুলকিট ও ই লার্নিং বিষয়ক কোর্সে আরো উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা. অংচালু সহ বান্দরবান জেলা ও উপজেলার সকল স্বাস্থ্যকর্মী গন। প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত সকল স্বাস্থ্যকর্মীদের নানারকম লার্নিং বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন এবং স্বাস্থ্য বিষয়ে নানা লার্নিং কার্যক্রম হাতে কলমে তাদের সামনে তুলে ধরা হয়। যা পরবর্তীতে কাজে লাগিয়ে সকল স্বাস্থ্যকর্মীগন নিজের ও দেশের এবং এলাকার উন্নয়নে কাজ করে যেতে পারবে।
পরিশেষে কোর্সে অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ এর মাধ্যমে লার্নিং কোর্সের সমাপ্তি করা হয়।
Leave a Reply