বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১০:১৯ পূর্বাহ্ন
রিমন পালিত,স্টাফ রিপোর্টারঃ
বান্দরবানে ঈদ জামায়াতের আয়োজনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি । ইতিমধ্যেই ঈদগা মাঠে তৈরী হওয়া প্যান্ডেলের ৮০ ভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন ঈদগাহ পরিচালনা কমিটি। অবশিষ্ট কাজও দ্রুত শেষ হওয়ার কথা জানিয়েছেন তারা। এইবার অন্তত ১০ হাজারে বেশি মানুষ এক সাথে ঈদের জামাত আদায় করতে পারবে বলে জনান, ঈদ জামাত কমিটির সদস্য সচীব ও পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর।
পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জানান এই বার বান্দরবানে ঈদ জামায়াত ঘিরে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। প্যান্ডেলের নিরাপত্তায় পুলিশ, ভিডিপি সদস্যদের পাশাপাশি থাকবে সেনাবাহিনীও। নিরাপত্তা নিশ্চিত করতে পুরো মাঠ তল্লাশি করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। মুসল্লীদের নিরাপত্তার স্বার্থে যা যা করা দরকার সবই করা হবে।
Leave a Reply