শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:২৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নং আসন থেকে বান্দরবান জেলা থেকে ধানের শীষের প্রতিক পেয়ে প্রার্থী হলেন সাচিং প্রূ জেরী।
বান্দরবান বিএনপি দুই গ্রূপের প্রতিদন্দি ছিল খুব প্রখর ভাবে। একজনকে একজন ছাড় দেয়ার পাত্র নয়, যেন বাঘ সিংহের লড়ায়। সমান তালে চলছিল বিএনপির দুই গ্রূপের বিভিন্ন কেন্দ্রিয় কর্মসূচি মিটিং মিছিল ও সমাবেশ। বান্দরবান জেলা থেকে বিএনপির প্রার্থীর জন্য ১২ জন মনোনয়ন ফরম জমা দেয়া হয়েছিল। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নিশ্চিত হলো সাচিং প্রূ জেরী ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচনে লড়বে, গতকাল সোমবার রাত সাড়ে ১১ ঘটিকার সময় বান্দরবান বিএনপি সূত্রে যানা গেছে।
নাম প্রকাশের অনিচ্ছুক দুই গ্রূপের নেতা কর্মীরা জানান, ধানের শীষের প্রার্থী যে হচ্ছেন আমরা একসঙ্গে কাজ করবো। নিজেদের মধ্যে অনেক ভুল বুঝাবুঝি হয়েছে। যদি সুস্থ নির্বাচন হয় তাহলে বান্দরবানে বিএনপি বিজয় হবে নিশ্চিত।
বিএনপি বিদ্রোহী প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে কি? জানতে চাইলে খামলাই ম্রো বলেন, প্রশ্নই আসে না, কেন্দ্রীয়ভাবে যাকে মনোনয়ন দিয়েছে তাকে সর্মথন দেয়ার তাগিত দেয়া হয়েছে। সব ভেদাভেদ ভুলে গিয়ে কিভাবে বান্দরবানে বিএনপিকে গোছিয়ে নির্বাচনে বিজয় হওয়া যায় সেভাবে কাজ করবো।
Leave a Reply