শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:২৮ অপরাহ্ন
স্টাফ রির্পোটারঃ
বান্দরবানে এপেক্স কøাব অব বান্দরবান আয়োজনে এতিম ছাএদের মাঝে বস্ত্র বিতরন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
২৯ মে মঙ্গলবার সন্ধ্যায় বান্দরবান বাজার সংলঙ্গ এপেক্স ক্লাব হল রুমে বস্ত্র বিতরন ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় । এপেক্স ক্লাব অব বান্দরবানের সভাপতি অলক দাশ গুপ্তের সভাপতিত্বে বস্ত্রবিতরন ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব বাংলাদেশের জেলা গভর্নর এপেক্সিয়ান ড: এস এম হাসান আলী ।
এই সময় আনান্যের মধ্য আরো অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্সিয়ান নুরুল আমীন চেীধুরী, এপেক্সিয়ান দিলীপ কুমার নাথ, এপেক্সিয়ান জহির উদ্দিন চেীধুরী ,এপেক্সিয়ান কামাল পাশা ,এপেক্সিয়ান মোকসেদ হোসেন, মো: মোজাম্মেল হক, এপেক্সিয়ান রমিজুল ইসলাম,এপেক্সিয়ান গোলাম মোস্তফা প্রমুখ।
দোয়া মাহফিলে বক্তরা বলেন, এই পবিএ রমজান মাসে বান্দরবান এপেক্স ক্লাবের আয়োজনে যে অসহায় এতিম ছাএদের মাঝে বস্ত্র বিতরন করেছে তার জন্য ক্লাবের সকল সদস্য বৃন্দ অবশ্যই জান্নাতবাসী হবেন এবং আল্লার একজন নেক বান্ধার কাজ করেছেন এই বস্ত্র বিতরন করে । সেজন্য উপস্থিত সকলে এপেক্স ক্লাব অব বান্দরবানের উন্নতি কামনা করেন যাতে তারা ভবিষ্যতে আরো ভাল কিছু করে সকলের মনে অবস্থান নিতে পারেন তার জন্য পরম করুনাময় আল্লাহর কাছে দুই হাত তুলে র্প্রাথনা করেন ।
অনুষ্ঠানের শেষে অতিথিরা হাফেজিয়া মাদ্রাসা ও ইসলামিয়া মাদ্রাসার ৩০ জন এতিম শিশুর মাঝে বস্ত্র বিতরন করেন এবং দেশ ও জাতির মঙ্গলের জন্য দোয়া করেন ।
Leave a Reply