বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১০:৫৪ পূর্বাহ্ন
রিমন পালিত,ষ্টাফ রির্পোটারঃ
বান্দরবানে এভারগ্রীণ ফ্রেন্ডস ক্লাবের ৩য় বর্ষপর্তি উদযাপন উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হাতে তুলে দেন পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর।
বান্দরবানে এভারগ্রীণ ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মো: ইউছুপ আলী সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ, এভারগ্রীণ ফ্রেন্ডস ক্লাবের উপদেষ্টা নুরুল আমিন চৌধুরী আরমান ও প্রিয়তোষ চৌধুরী।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, ফ্রেন্ডস ক্লাব বান্দরবানের তরুন সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক প্রতীয়মান সংগঠন। যা সমাজের মানুষের কল্যানে প্রতিনিয়ত কাজ করে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বদ্ধ পরিকর । এলাকার প্রতিটি কাজে এই সংগঠনের ছেলে মেয়েরা কাজ করে বর্তমানে সবার কাছে আস্থা অর্জন করেছে । তাই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিটা এলাকায় সকলে মিলে এক সাথে কাজ করলে তাহলে খুব দ্রæত গ্রামীন পর্যায়ে বেকার সমস্যা সমাধান করা যাবে বলে অতিথিরা আশা করেন । পরে বালাঘাটা এলাকার ৪০জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
Leave a Reply