শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০১:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
মাহাঃ ওয়াহ্ঃ গ্যোয়াই পোয়েহ্ (প্রবারণা পূর্ণিমা) উপলক্ষে বান্দরবানে শুরু হলো ৬ দিন ব্যাপি সিঙ্গেল লীগ হ্যান্ডবল টুর্নামেন্ট প্রতিযোগিতা। এই টুর্নামেন্টে ৫টি দল অংশ গ্রহন করছে। ১৯৯১ সাল থেকে ওয়াহ্ঃ গ্যোয়াই হ্যান্ডবল টুর্নামেন্ট ধারাবহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে।
আজ ৪ অক্টোবর শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় বান্দরবান পুরাতন রাজার মাঠে হ্যান্ডবল টুর্নামেন্ট শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শুভ উদ্ধোধন করেন বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গির আলম, বিশেষ অথিতি ছিলেন, ভাইস চেয়ারম্যান রাজুমং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান য়ইসাপ্রু মারমা এবং উদসব উৎযাপন পরিষদে সভাপতি হ্লাএমং সাঃসম্পাদক কোকোচিং।
উদ্ধোধনি খেলায় আর.ডি.ই ১৫ গোল এবং জাডিতং যুব সংঘ ১৯ গোলে এগিয়ে বিজয় হয়। দ্বিতীয় খেলায় লাকি সেভেন ৭ গোল এবং ফ্রই লেখাহ রেহ ৮ গোল পেয়ে বিজয় লাভ করে।
আগামী ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৌর মেয়র ইসলাম বেবী।
Leave a Reply