বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ০৮:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
আজ বৃহস্পতিবার থেকে বান্দরবানে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে। সেই সাথে সাইকেল, সি এন জি, রিক্সা,অটোরিক্সা সহ সব ধরনে যানবাহনকে রাস্তা দেখা মাত্র আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
মুদি, মাছ-মাংস, কাঁচাবাজার ঔষুধ সার বীজ কীটনাশক পশুখাদ্য এর বাইরে অন্যকোন ব্যবসা প্রতিষ্ঠান বা দোকান খুললে কঠোর ব্যবস্থা। গরীব ও দরিদ্র মানুষরা যাতে বাইরে না বেরোই। তাদের বাসায় গিয়ে চাল, ডাল, আলু, তেল ও সাবান ত্রাণ সামগ্রী পৌছে দিচ্ছে জেলা প্রশাসন।
উল্লেখ্য, বান্দরবানে হোম কোয়ারেন্টাইন ও হাসপাতাল কোয়ারেন্টাইনে থাকা ১৭০ জন। তাদের কোন করোনা লক্ষণ দেখা না দেয়ায় ৭৩ জনকে রিলিজ দেয়া হয়। বান্দরবান এখন পর্যন্ত করোনাভাইরাস(কোভিড-১৯) থেকে মুক্ত রয়েছে।
Leave a Reply