শুক্রবার, ২০ মে ২০২২, ০৫:১৭ অপরাহ্ন
রিমন পালিত, স্টাফ রিপোর্টারঃ
নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। শ্রী শ্রী কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের আয়োজনে থাকছে চার দিনব্যাপী নানান অনুষ্ঠানমালা।
এই উপলক্ষে বেলুন উড়িয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবের মহাশোভাযাত্রার উদ্বোধন করেন, উৎসব উদযাপন পরিষদের সভাপতি অঞ্জন কান্তি দাশ । শোভাযাত্রাটি বান্দরবান রাজার মাঠ থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় নানা রং এ বিভিন্ন দেব-দেবীর প্রতিকৃতি সেজে শিশু-কিশোররা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এছাড়াও ব্যনার ও ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন বয়সের নারী-পুরুষ শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, অন্যান্যদের মধ্যে লক্ষীপদ দাস, অমল কান্তি দাস, সুজন চৌধুরী (সঞ্জয়) প্রমুখ। ২৫ আগস্ট ভোরে মহানামযজ্ঞের পূর্ণাহুতি ,নগর পরিক্রমা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বান্দরবানে শেষ হবে সনাতন ধর্মালম্বীদের বর্ণাঢ্য এই জন্মাষ্টমী উৎসবের।
Leave a Reply