রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৬ অপরাহ্ন
রিমন পালিত: স্টাফ রিপোর্টারঃ
সারাদেশের ন্যায় বান্দরবানে ১১ জানুয়ারি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন দ্বিতীয় রাউন্ড উপলক্ষে এক সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগের আয়োজনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক এই সাংবাদিক ওরিয়েন্টেশনের আয়োজন করা হয় ।
বান্দরবান সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার মাহাতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ভিটামিন এ প্লাস বিষয়ক সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,বান্দরবান সদর হাসপাতালের সিনিয়র চর্ম রোগ বিষয়ক কনসালটেন্ট ডাক্তার এমএ রাশেদী, এই সময় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু সহ বান্দরবান জেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ভিতামিন এ প্লাস ক্যাম্পেইনে নানা কর্মকাণ্ড সম্পর্কে সাংবাদিকদের সামনে বিস্তারিত আলোকপাত তুলে ধরেন এবং ছয় থেকে ৬৯ বয়সি শিশুদের ভিটামিন এ প্লাস জড়িত রাতকানা রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা করার জন্য এবং অপুষ্টিজনিত কারণে শিশুমৃত্যু কমানোর জন্য নানা কর্মকাণ্ড ও দিকনির্দেশনা সকলের সামনে মুক্ত আলোচনার মাধ্যমে তুলে ধরেন। ৬ -১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল, ১২-৫৯ বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল ,এছাড়া শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণমতো ঘরে সুষম খাদ্য খাওয়ানোর পরামর্শ প্রদান করেন।
আগামী ১১ ই জানুয়ারি শনিবার সকালে বান্দরবানের সুয়ালক ইউনিয়ন প্রাঙ্গণে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে দ্বিতীয় রাউন্ডের কর্মসূচির শুভ উদ্বোধন করা হবে।
Leave a Reply